Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর মতিঝিলের দিলকুশার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে চার কোটি টাকার আমাদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয় বলে র‌্যাব-৩ এর এএসপি রবিউল করিম জানিয়েছেন।

তিনি বলেন, “রাতে সুন্দরবন ‍কুরিয়ার সার্ভিস থেকে র্যা বকে ফোন করে জানানো হয় যে যশোর থেকে আসা ছয়টি ওষুধের কার্টন তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। তখন র‌্যাব ওষুধ প্রশাসনের লোকজনসহ সেখানে যায়।”

এসব ওষুধগুলো যাশোর থেকে বাবু বাজারের ‘জননী ফার্মেসীর’ ঠিকানায় গোপন বিশ্বাসের কাছে এসেছিল।

র‌্যাব বলেছে, কার্টনে দেওয়া মোবাইল নম্বরে ফোন করলে গোপন বিশ্বাস প্রথমে ধরলেও পরে ফোন বন্ধ করে দেন। বাবু বাজারে গিয়ে ফার্মেসিটি বন্ধ পাওয়া যায়।

গরু মোটা তাজাকরণ ও ব্যথানাশকের ওষুধগুলো ভারত থেকে আনা হয়েছিল বলে র‌্যাব জানিয়েছে।