বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
যশোর কেন্দ্রীয় কারাগার কম্পাউন্ডে বোমা হামলার ঘটনা ঘটেছে। কারাগারের পশ্চিম পাশের রাস্তা থেকে মঙ্গলবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা বোমা ছুড়ে মারে। বোমাটি বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কারা কর্তৃপক্ষ ও কোতয়ালী থানা পুলিশ এ ঘটনা নিশ্চিত করেছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা তারা নিশ্চিত হতে পারেননি।
এর আগে গত সপ্তাহে যশোর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক সংলগ্ন একটি দোকানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই দোকানটিও কারাগারের জায়গায় অবস্থিত।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার বলেন, ‘রাত পৌঁনে ১০টার দিকে পশ্চিম পাশের জেল রোড থেকে অজ্ঞাত ব্যক্তি একটি বোমা ছুড়ে মারে। বোমাটি কারারক্ষী বিল্লালের বাসভবনের বাথরুমের ছাদে বিস্ফোরিত হয়। এর স্প্রিন্টারের আঘাতে একটি বালতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো মানুষের ক্ষতি হয়নি।’
তিনি বলেন, ‘আমরা কারা কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশকে ঘটনা অবহিত করেছি। পুলিশ তদন্ত করে দেখবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত।’
গত সপ্তাহের ঘটনার সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র আছে কি না জানতে চাইলে মহিউদ্দিন হায়দার বলেন, ‘আমরা নিশ্চিত নই।’
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার শাজাহান আহমেদ বলেন, ‘আমি ঢাকায় আছি, জেলার আমাকে ঘটনাটি জানিয়েছেন। যতদূর শুনতে পেরেছি, কারাগার কম্পাউন্ডের মধ্যে পশ্চিম পাশের কারারক্ষীদের কোয়ার্টারের টিনের ওপর বোমাটি বিস্ফোরিত হয়। রাস্তা থেকে কোনো দুর্বৃত্ত বোমাটি মেরে পালিয়ে গেছে।’
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী বলেন, ‘কারা কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে আমি ফোর্সসহ ঘটনাস্থলে যাই। সেখান থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে।’
তিনি বলেন, ‘পুলিশ এখনও নিশ্চিত নয় কারা ঘটনা ঘটিয়েছে। তবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’