Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে বান্দরবানের সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বিপ্লবকে আটক করা হয়েছে।

বুধবার ভোরে শহরের রাজার মাঠ সংলগ্ন নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) আমির হোসেন জানান, তথ্য মন্ত্রণালয় থেকে আগত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসানের নেতৃত্বে ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, কয়েকদিন আগে বিপ্লব তার ব্যক্তিগত ফেইসবুকে বঙ্গবন্ধু নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেন। যা তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নজরে আসে, এরই প্রেক্ষিতে তাকে আটক করা হয়।