Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
রোনালদিনহো, ব্রাজিল ফুটবলের তারকা খেলোয়াড়। ২০০২ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডেভিড সিম্যানকে বোকা বানিয়ে সেই অবিশ্বাস্য ফ্রি কিক দিয়ে প্রথম আলোচনায় আসেন তিনি। পরের বছর বার্সেলোনা তাকে লুফে নেয়। আর এখানেই তার জাদুকর হয়ে ওঠার গল্পের শুরু। এক যুগ পর বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগও জিতিয়েছেন।

আর ১০ বছর পর ব্রাজিলিয়ান এই তারকার ভাগ্যে জুটল উল্টো অভিজ্ঞতা। ফ্লুমিনেন্সের হয়ে নিজের মাঠে নেমে শুনতে হয়েছে অপবাদ। যেন তিনিই খলনায়ক। আর করতালি নয়, বরাদ্দ কেবল ধিক্কার!

২০০৫ সালের ১৯ নভেম্বর। বার্সেলোনার কাছে ৩-০ গোলে পিছিয়ে রিয়াল মাদ্রিদ। করতালিতে মুখর পুরো মাঠ। বার্সেলোনার হয়ে সেদিন অবিশ্বাস্য খেলছিলেন রোনালদিনহো।

২০০১ সালে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন। ঠিক ১০ বছর পর আবারো ফিরলেন ব্রাজিলের ফুটবলে। সেখানেও একের পর ক্লাব পাল্টেছেন। চার বছরে চারবারের মতো ক্লাব পাল্টে এই মৌসুমেই ফ্লুমিনেন্সে যোগ দিয়েছেন।

কিন্তু ফর্মের চূড়ান্তে থেকে ২০০৬ সালের বিশ্বকাপে ব্রাজিলকে উপহার দিয়েছেন কেবল হতাশা। বিশ্বকাপের পরপরই যেন নিজেকেও হারিয়ে ফেলেন। ক্লাবের হয়ে ট্রেনিং করার চেয়ে নৈশক্লাবে আনা গোনাতেই আগ্রহ ছিল সবসময়। মেসির আজকের মেসি হয়ে ওঠার পেছনেও আছে তার অবদান।