বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদকে জিজ্ঞাসাবাদ করবে দেশটির পুলিশ। মালয়েশিয়ান পুলিশের বরাত দিয়ে বুধবার বিবিসি এ খবর দিয়েছে।
গত শনিবারের বিক্ষোভে অংশ নেন মাহাথির মোহাম্মাদ ও তার স্ত্রী। বিক্ষোভ অনুষ্ঠানে বক্তব্যও দেন সাবেক প্রধানমন্ত্রী। এ সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন। এই অভিযোগের বিষয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে।
মাহাথির মোহাম্মাদের মুখপাত্র সুফি ইউসুফ রয়টার্সকে বলেছেন, বিষয়টি তারা জানেন। তবে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। পুলিশকে তারা সহায়তার জন্য প্রস্তুত আছেন বলেও জানান তিনি। তবে এ ব্যাপারে মাহাথিরের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত বর্তমান ক্ষমতাসীন দলের (ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন) নেতৃত্ব দিয়েছেন মাহাথির।