Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ndpখোলাবাজার : ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বুধবার এক বিবৃতিতে বর্তমান ভোটারবিহীন সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ব্যর্থ সরকার ক্ষমতায় থাকার কোন নৈতিকতা নেই। তারা বিদ্যুৎ, জ্বালানী তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি করে আবারো নির্লজ্জের মত সংসদীয় কমিটিতে আরো বৃদ্ধি করার প্রস্তাব করে। জনগণের স্বাভাবিক মৃত্যু গ্যারান্টি দিতে ব্যর্থ এই সরকার নতুন করে তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে সারাদেশে অস্থিরতা সৃষ্টি করেছে।

নেতৃদ্বয় বলেছেন, ইতিমধ্যে বাজারে সাধারণ ক্রয় ক্ষমতার জিনিসের গায়ে আগুন লেগে গেছে। কাচাঝালর কেজি ২০০ টাকা, পিয়াজের কেজি ৯০ টাকা, আলুর কেজি ৩৫ টাকা, মাছ-মাংসে হাত দেয়া যায় না। এভাবে একটি নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্যরা নিজেদের অসহায়ত্বের কথা কারো কাছে বলতেও পারছে না। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে নানামুখী মামলা করা হচ্ছে। অবৈধ সরকারের সমালোচনা করলেও তাকে কোন না কোন মামলার আসামী হতে হচ্ছে।

তারা আরো বলেন, গত দু’দিনে ঢাকা শহর নদীতে পরিণত হয়েছে। একই সাথে নৌকা, বাস, রিক্সা চলছে। কেউ কেউ পানিতে সাতার কাটছে। অথচ সরকারের অযোগ্যতার কারণেই এসব ঘটনার সূত্রপাত হয়েছে। ঢাকাবাসী বানভাসীর মত পানিতে বন্দী হয়ে পড়েছে। সেদিকে সরকারের কোন ভ্রুক্ষেপ নেই। তারা তাদের ক্ষমতার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখনো বিরোধীদলের উপর নানারকম হামলা-মামলা অব্যাহত রেখেছে। ছাত্রলীগের সোনার ছেলেরা শিক্ষকদের লাঞ্চিত করছে। বিভিন্ন শিক্ষাঙ্গণে অরাজকতা করছে, টেন্ডারবাজি করছে অথচ তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার। বরং নতুন করে র‌্যাব-পুলিশকে দিয়ে সাধারণ মানুষকে হয়রানির শিকার করছে।

নেতৃদ্বয় বলেন, সময় এসেছে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে। বিএনপির চেয়ারপার্সন ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন সেই ঐতিহাসিক ডাককে স্বাগত জানিয়ে সকল দেশপ্রেমিক জনগণকে একত্রিত হয়ে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান।

(খোলাবাজার/জিএম/০২-০৯-২০১৫)