বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
সদ্য অনুষ্ঠিত ‘বাংলাদেশ বার কাউন্সিল’ নির্বাচন নিয়ে ‘সুপ্রিমকোর্ট বারের’ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের দেয়া বক্তব্য একক বলে মন্তব্য করেছেন একই সংগঠনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের।
বুধবার সুপ্রিমকোর্টের ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত ৩১ আগস্ট ‘বাংলাদেশ বার কাউন্সিল’ নির্বাচন নিয়ে ‘সুপ্রিমকোর্ট বারের’ ব্যানারে সংবাদ সম্মেলন করেন মাহবুব উদ্দিন খোকন।
সংবাদ সম্মেলনে খোকন অভিযোগ করে বলেন, ‘বার কাউন্সিল নির্বাচনে ব্যাপক অনিয়ম, যোগসাজস ও অ্যাটর্নি জেনারেলের পক্ষপাতিত্ব ছিল।’
নির্বাচন বাতিল চেয়ে পুনরায় আরো একটি নির্বাচনের দাবি জানিয়েও সেদিন তিনি বক্তব্য দেন।
এদিকে, খোকনের দেয়া বক্তব্য একক দাবি করে আবুল খায়ের বলেন, ‘এটি সুপ্রিমকোর্ট বারের বক্তব্য নয়।’ খোকনের বক্তব্যটি মিথ্যা ছিল বলেও অভিযোগ করেন তিনি।
‘নীল প্যানেল’ পরাজিত হয়েছে বলে খোকন সংবাদ সম্মেলন করেছেন বলেও মন্তব্য করেন আবুল খায়ের।
এসময় আরো উপস্থিত ছিলেন- সুপ্রিমকোর্ট বারের সহসম্পাদক মো. দিলোয়ার মোস্তফা মধু, নির্বাহী পরিষদের সদস্য মহিউদ্দিন শামিম, একেএম দাউদুর রহমান মিনা, অমিত দাশ গুপ্ত।