বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
‘ভারতীয় দালাল’ উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা ম-লীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. অনুপম সেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডাভোকেট রানা দাশগুপ্ত ও চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডাভোকেট অশোক কুমার দাশকে এসএমএস করে ‘আনসার উল্লাহ বাংলা টিম’র নামে হত্যার হুমকি দেয়া হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে অশোক কুমার দাশের মোবাইল ফোনে একটি রবি নম্বর থেকে এ হুমকি দেয়া হয়। এ ব্যাপারে দুপুর তিনটার দিকে নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অ্যাডভোকেট অশোক।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে এপিপি অশোক কুমার দাশের মোবাইলে একটি রবি নম্বর থেকে এসএমএস দিয়ে আনসারুল্লাহ বাংলাটিমের নামে হত্যার হুমকি দেয়া হয়েছে। এতে বলা হয়, আপনি (অশোক) ড. অনুপম সেন ও অ্যাডভোকেট রানা দাশগুপ্ত হচ্ছেন ভারতের দালাল। আপনাকে আগামীকালের মধ্যে হত্যা করা হবে। এরপর অনুপম সেন ও রানা দাশগুপ্তকে হত্যা করা হবে।’
ওসি আরো বলেন, ‘বিষয়টি জানিয়ে দুপুর তিনটার দিকে অ্যাডাভোকেট অশোক কুমার থানায় একটি জিডি করেন। আমরা তা সিরিয়াসলি নিয়ে তদন্ত করছি। পাশাপাশি হুমকি প্রাপ্তদের নিরাপত্তার বিষয়টিও উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি।’
তবে হুমকির বিষয়টি জানা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন ড. অনুপম সেন ও অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।