Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

kzখোলাবাজার : ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুলশানের আজাদ মসজিদে বুধবার বাদ আসর এ কুলখানি হয়। এতে মরহুমের আত্মীয়-স্বজন, সুহৃদ, বুদ্ধিজীবী এবং বিএনপি, জাতীয় পার্টি (জাফর) ও বিশ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কাজী জাফর আহমদ গত বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

কুলখানিতে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মরহুম কাজী জাফর আহমদের রুহের মাগফিরাত কামনা করা হয়। আজাদ মসজিদের ঈমাম মাওলানা মাহামুদ হাসান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এতে জাতীয় পার্টি এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার উপস্থিত মুসল্লিয়ান ও সুধিমণ্ডলীদের উদ্দেশে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাবেক আইজি আবদুল কাইয়ুম, ইনাম আহমদ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক ড. মাহফুজ উল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব, সাধারন সম্পাদক আবদুল মালেক রতন, সহ-সভাপতি এম.এ. গোফরান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সাদাত হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়িদ চৌধুরী, সাবেক মন্ত্রী এ বি এম গোলাম মোস্তফা, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সহ-দফতর সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

২০ দলীয় জোট নেতাদের মধ্যে ছিলেন-ইসলামী ঐক্যজোটর চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতি মো. ফয়জুল্লাহ, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীবপ্রতীক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামির কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, লিবারেল ডেমাক্রেটিক পার্টি-এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি চেয়ারম্যান ডঃ ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফারহাদ, পিপলস লীগের সভাপতি অ্যাডভেকেট গরীবে নেওয়াজ, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ছায়েদুল হাসান ইকবাল, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দিন ইকরাম প্রমুখ।

এ ছাড়াও জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য এস.এম.এম. আলম, আহসান হাবীব লিংকন, মুহাম্মাদ আতিকুর রহমান আতিক, লুৎফর রহমান চৌধুরী হেলাল, নওয়াব আলী আব্বাস খান, অধ্যাপক ডা. একেএম শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, অ্যাডভোকেট হোসনে আরা আহসান, খালেকুজ্জামান চৌধুরী, প্রফেসর ড. সৈয়দ শফিউল্লাহ, জাফরউল্লাহ খান চৌধুরী (লাহরী), অ্যাডভোকেট মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া, আলহাজ্ব মো. সেলিম মাস্টার, ভাইস চেয়ারম্যান ড. মো. নুরুল আজহার (শামীম), মো. শরিফ মিয়া, কাজী মো. ইকবাল, যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. নজরুল, মো. মহসিন মিয়া, ছাত্রসমাজের আহ্বায়ক মামুন উল হাসিব ভূঁইয়া, যুব সংহতির সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম জহির প্রমুখ উপস্থিত ছিলেন।

(খোলাবাজার/জিএম/০২-০৯-২০১৫)