Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

jagখোলাবাজার : গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী গণসংযোগের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে বুধবার বিকেলে রাজধানীর আসাদগেটের জিওপি মিলনায়তনে জাগপা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচি অনুযায়ী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান আগামী ৬ সেপ্টেম্বর থেকে সাত দিনব্যাপী উত্তর জনপদে গণসংযোগ করবেন।

সমাবেশে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে দল ও বিশ দলীয় জোটকে ধারাবাহিক সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান জাগপা সভাপতি প্রধান।

জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন-বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপার কেন্দ্রীয় নেতা মাস্টার এম.এ মান্নান, আসাদুর রহমান খান, অধ্যাপক ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ভিপি মজিবুর রহমান, যুব জাগপা নেতা ফায়জুর রহমান, শেখ ফরিদউদ্দিন, খোরশেদ আলম সুমন, নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগনেতা রাকিবুল ইসলাম রুবেল, আব্দুর রহমান ফারুকী, জোবায়ের রহমান প্রমুখ।

সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে শফিউল আলম প্রধান বলেন, এই জালিম সরকার জনগণকে শুধু ভোটে আর বুলেটে মারে নাই। এখন গ্যাস ও বিদ্যুতে মারার চক্রান্তে মেতেছে। এরা দুঃখী মানুষের দুঃখ বুঝে না, লুটপাটের নেশায় মাতাল।
সমাবেশে দেড় ঘন্টার বৃষ্টিতে অচল রাজধানীর দিকে ইঙ্গিত করে সভাপতির বক্তব্যে শফিউল আলম প্রধান বলেন, উন্নয়নের কাওয়ালী সঙ্গীত বন্ধ করুন। লুটপাট আর গলাবাজির উন্নয়ন ছাড়া জালিম শাহীর শাসনে জনগণ আর কিছুই পায় নাই। লতিফ সিদ্দিকীর পথ ধরে নতমস্তকে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। এবার রাজধানী তলিয়েছে, এরপর ক্ষুব্ধ জনতার ঢলে আপনারাও তলিয়ে যাবেন। জোয়ার-ভাটার দেশে ইতিহাস কারো অপেক্ষায় থাকে না। ’৭১ এর ২৬শে মার্চ ও ’৭৫ এর ৭ই নভেম্বর তারই সতর্ক সংকেত। বুঝেই সুজন যে জানো সন্ধান। সুতরাং যার খেলা সে খেলুন।

(খোলাবাজার/জিএম/০২-০৯-২০১৫)