Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12কামরুল হাসান, ঠাকুরগাঁও, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫ : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল নেকমরদ সান ফাওয়ার কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্র মুহাজ (৮) মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় খেলা করতে গিয়ে ফিরে না আসার দেশে পাড়ি জমিয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মুহাজ বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া কলন্দা গ্রামের আঃ সবুরের অতি আদরের একমাত্র শিশু সন্তান। মা ফেন্সি বেগম ও ফুফি মাহবুবা পারভিন রান্না ঘরে, পড়ালেখার ফাঁকে জানালার পর্দার কাপড় গলায় পেঁচিয়ে খেলা করতে গিয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রান্না শেষে মা ও তার ফুফি ঘরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে আসে। ততক্ষণে মুহাজ মারা গেছে বলে চিকিৎসক আলতাব হোসেন জানান। নেকমরদ মেলায় সার্কাস দেখে বাড়িতে খেলা করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সরেজমিনে এলাকাবাসি জানায়। বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। ছেলের মৃত্যুতে বাবা সবুর পাগলপ্রায়। এলাকা ও তার স্কুলে শোকের ছায়া পড়েছে।