Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13কামরুল হাসান, ঠাকুরগাঁও, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রকে মারপিটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ছাত্রের দাদী তাহেরা খাতুন মঙ্গলবার উপজেলা নিবার্হী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে প্রকাশ, উপজেলার জাবরহাট ইউনিয়নের বরবাড়ী গ্রামের সুমন আলী বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণী ছাত্র। বুধবার সকালে সহপাঠিদের (প্রধান শিকের ছেলে) সঙ্গে ঝগড়া বিবাদ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক আলী আকবর নিজের ছেলের প নিয়ে শ্রেণীকক্ষে গিয়ে সুমনকে বাঁশের লাঠি দিয়ে বেধরক মারপিট করে বই পত্র কেড়ে নেয়। বাড়ির লোকজন তাঁকে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা করান। বর্তমানে ওই ছেলেটি শিকের ভয়ে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক আলী আকবর জানান, সেই দিন আমার ছেলের সঙ্গে সুমনের ঝগড়া হয়। আমি শিক হিসাবে শাসন করতেই পারি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম এ বিষয়ে কিছু জানেননা বলে জানান। উপজেলা নিবার্হী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, শিক্ষার্থীদের মারপিট করার কোন বিধান নেই। তদন্ত করে ঘটনার সত্যতার প্রমান পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।