কামরুল হাসান, ঠাকুরগাঁও, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫ : কয়েকদিনের টানা ভারী বর্ষণে বালিয়াডাঙ্গী উপজেলার ২নং চাড়োল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবাজপুর হারামডাঙ্গী রাস্তার ইউড্রেনে ভাঙন।
জানা যায়, ২০১৪-২০১৫ অর্থ বছরের এলজিএসপি-২ অর্থায়নে সাবাজপুর হারামডাঙ্গী রাস্তার ইউড্রেনটি নির্মাণ হয়েছিল যাহার নির্মাণ ব্যয় ছিল ৩৮ হাজার টাকা। এই ইউড্রেনটি বর্ষার পানিতে ভেঙ্গে যাওয়ায় মানুষের চলাচলের চরম বিঘ্ন ঘটছে। সাবাজপুর হারামডাঙ্গী রাস্তায় ইউড্রেনটি হওয়ায় ঐ এলাকার মানুষের চলাফেরার সুবিধা ছিল। ইতিমধ্যে বর্ষার পানীতে সাবাজপুর হারামডাঙ্গী রাস্তার ইউড্রেনটি ভেঙ্গে যাওয়ায় ঐ এলাকার মানুষের চলাফেরার চরম অসুবিধায় পড়েছে। তাই উদ্ধর্তন কর্তৃপক্ষের ঐ এলাকার মানুষ অতি তাড়াতাড়ি মেরামতের দৃষ্টি কামনা করেন।