Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
কাটতে গেলে কাঁদিয়ে ছাড়ে। তবু বাঙালির পেঁয়াজ যেন অপরিহার্য। মাছ, মাংস শুধু নয়, নিরামিষ রান্নারো স্বাদ বেড়ে যায় যদি পড়ে পেঁয়াজ। তবে শুধু স্বাদ বাড়াতে নয়, স্বাস্থ্যের খেয়াল রাখতেও ওস্তাদ পেঁয়াজ। জেনে নিন পেঁয়াজের কিছু গুণ-

১) পেঁয়াজের মধ্যে থাকা বিভিন্ন ফাইটোকেমিক্যাল শরীরে ভিটামিন সি-এর কার্যকারিতা বাড়ায়। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

২) খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যেস আছে কি আপনার? যদি থাকে তবে অবশ্যই খান। কাঁচা পেঁয়াজ ভাল কোলেস্টেরলের উত্পাদন বাড়িয়ে হার্ট সুস্থ রাখে।

৩) পেঁয়াজে থাকা কোয়রসেটিন ক্যানসারে প্রতিরোধে সাহায্য করে।

৪) যদি মৌমাছি হুল ফাটিয়ে দেয়, তবে পেঁয়াজের রস লাগালে আরাম পাবেন তক্ষুনিই।

৫) গ্যাস্ট্রিক আলসারের মোকাবিলাতেও অসম্ভব উপকারী পেঁয়াজ।

৬) পেঁয়াজের সবুজ অংশে থাকে প্রচুর পরিমানে ভিটামিন এ।

প্রতিদিন খাওয়ার সঙ্গে যদি নুন ও লেবুর রস দিয়ে অনিয়ন সালাড খান তবে অবশ্যই সুস্থ ও সতেজ থাকবেন আপনি।