Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
বাস ভাঙচুরের প্রতিবাদ ও মেহেরপুর-কাথুলী এবং মেহেরপুর মহাজনপুর সড়কে ইজিবাইক বন্ধের দাবিতে মেহেরপুরে ২য় দিনের মতো চলছে পরিবহন ধর্মঘট।

গত বুধবার আন্তঃজেলা বাস চলাচল বন্ধের সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে দুরপাল্লার পরিবহন, ট্রাক ও মাইক্রোবাস চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে। ফলে চরম দূর্ভোগের শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলার ঘোষণা এবং শুক্রবার সমাবেশের ডাক দিয়েছেন বাস মালিক-শ্রমিক নেতারা।

মেহেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, ‘গতকাল থেকে আন্তঃজেলা সকল বাস বন্ধ করে রাত পর্যন্ত আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সমস্যা নিরসনের কোনো উদ্যোগ না নেয়ায় আজ থেকে দুরপাল্লার বাস, ট্রাক ও মাইক্রোবাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।’ দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তিনি জানান।

হঠাৎ করে দুরপাল্লার সকল পরিবহণ বন্ধ হয়ে যাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। তাদের অভিযোগ ছোটখাটো কারণে কোনো ঘোষণা ছাড়াই মাঝেমধ্যে এভাবে পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়। ফলে দুর-দুরান্ত থেকে বাস কাউন্টারে এসে বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। গুরত্বপূর্ণ কাজেরও ব্যঘাত ঘটছে। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে বিকল্প কর্মসূচি দেবার আহ্বান জানান সাধারণ যাত্রীরা।

মেহেরপর পুলিশ সুপার হামিদুল আলম জানান, সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, সড়কে ইজিবাইক চলাচল নিয়ে গত কয়েক দিন ধরে বাস মালিক সমিতি ও ইজিবাইক মালিক সমিতির সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে গতকাল থেকে মেহেরপুরের সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।