বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
সাতক্ষীরা: ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ১৫শ’ কেজি ইলিশ ভর্তি একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকা থেকে মাছ ভর্তি ট্রাকটি আটক করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সকালে আলিপুর এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটির গতিরোধ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে তারা ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫শ’ কেজি ইলিশ মাছ উদ্ধার করে।
তিনি আরও জানান, মাছগুলো ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। মাছগুলো নিলামে বিক্রি করা হবে বলে জানান তিনি।