Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
কক্সবাজারের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ইউনিফর্ম (নিজস্ব পোশাক) প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করেন।

মন্ত্রী বলেন, ‘আবদুর রহমান বদির বিরুদ্ধে প্রায়ই এ ধরনের অভিযোগ করা হয়। আমরা তদন্ত করেছি দেখেছি, তিনি ইয়াবা পাচার কিংবা বাজারজাতকরণের সঙ্গে জড়িত নন।’

রাজধানীর তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রথম শ্রেণীর কর্মকর্তা সম্মেলন সকাল সাড়ে ১০টায় ইউনিফর্ম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘অন্যান্য সংস্থার মত নিজস্ব স্বাধীনতা ও পরিচিতির জন্য এ ইউনিফর্ম প্রদান করা হলো, যা ইতোপূর্বে ছিল না।’

তিনি বলেন, ‘১৯৯০ সালে মাত্র ১,২৮৩ জন জনবল নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। বিগত সরকার প্রতিষ্ঠানের জনবল বাড়ানোর জন্য কোনো কার্যক্রম পরিচালনা করেনি। বর্তমান সরকার তা ১,৭২২ জনে উন্নীত করেছে। ৬৪ জেলায় প্রথম শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের নেতৃত্বে অফিস স্থাপন করা হচ্ছে।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সব স্তর থেকে সবার মধ্যে মাদকবিরোধী চেতনা গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রসচিব, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।