Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
গত বছর নিউইয়র্কে এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তির পর লতিফ সিদ্দিকী কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন। সেসময় তার পক্ষে দাঁড়িয়েছিলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি লতিফ সিদ্দিকীকে হিরো হিসেবে আখ্যায়িত করে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। কিন্তু সংসদে ক্ষমা চেয়ে পদত্যাগপত্র জমা দেওয়ায় এবার তিনি চটেছেন লতিফ সিদ্দিকীর ওপর। লতিফকে তিনি ভিলেন হিসেবে আখ্যায়িত করে এবার ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

পাঠকদের জন্য তসলিমা নাসরিনের ফেইসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোÑ
লতিফ সিদ্দিকী হজ টজ নিয়া কিছু সত্যি কথা কইছিল, ডাকাইত মাকাইত নিয়াও কথা খারাপ কয় নাই। বুদ্ধিসুদ্ধি ছিল ভালো। তারে তো খুশিতে চুম্মা দিয়া হিরো বানাইয়া দিছিলাম। আমার হিরো কী জানি কার বুদ্ধিতে এরপর দেশে গেলো, দেশে গিয়াই সোজা জেল। জেলের ভাতে কী যাদু আছে কে জানে। লতিফ তো এখন বলতাছে সে সা”চা মুসলমান। দেশবাসীরে শুনাইয়া শুনাইয়া ভাষণ দিল, মাফ চাইলো। আল্লাহ খোদার কাছে মাথা নোয়াইলো। যারে ডাকাইত কইয়া ডাকছিল তারেই ভক্তিভরে ডাকলো, নামের শেষে সাল্লাল্লাহুও লাগাইলো। আমার হিরো তো দেখি পুরাই ভিলেন হইয়া গেছে। এক পা অলরেডি কব্বরে। নিজের সাথে এই প্রতারণাটা এখন না করলে কি চলতো না, লতিফ্যা