Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০১৫
সৌদি আরবের মক্কা ও মদিনায় হামিদ হাওলাদার, মোহাম্মদ আবদুল আছেন ও আবদুর রহমান মিয়া নামে আরও তিন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ১৪ বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হলো।

বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে মদীনার হোটেল দার আল সাদে মারা যান হামিদ হাওলাদার (৬৬)। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার আব্দুর হাওলাদারের ছেলে। তার পাসপোর্ট নাম্বার বিই০৩৪৭৯৬০ এবং হজ আইডি নাম্বার ০৯২৪২৬৬। মোহাম্মদ আব্দুল আছেন (৬৯) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বিই০৪১৬৯৮৬ এবং হজ আইডি নম্বর ১০৭০১৩০। তিনিও বুধবার দেড়টার দিকে মক্কায় মারা যান। আর আব্দুর রহমান মিয়া (৬৫) নরসিংদী সদর উপজেলার মনির উদ্দিনের ছেলে। তার পাসপোর্ট নাম্বার বিবি০৯১৯৬৭৭ এবং হজ আইডি নাম্বার ০৩৫৩২০৫। তিনি গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে মদীনায় সড়ক দুর্ঘটনায় মারা যান।