বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর যৌথ সভায় বিদ্যুৎ-গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, সরকার কোনোভাবেই এই দাম বৃদ্ধির যৌক্তিকতা প্রমাণ করতে পারছে না। এই সুযোগে গাড়ীভাড়া-বাড়ীভাড়া বাড়ানোর পায়তারা চলছে। সব মহল থেকে এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ করলেও সরকার কর্ণপাত না করে তার গণবিরোধী চরিত্রের বহি:প্রকাশ ঘটাচ্ছে।
সভায় অযৌক্তিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, তেলের দাম কমানো ও বিদ্যুৎ এর দাম কমানো লক্ষ্যে গণশুনানীর দাবিতে ৮ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের সকল জেলা সদরে অবস্থান কর্মসূচি সফল করার আহ্বান জানান হয়।
আজ বৃহস্পতিবার দলীর কার্যালয়ে সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহম্মেদের সভাপতি
সভায় দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে, দ্রুত পর্যাপ্ত ত্রাণ তৎপরতা পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান হয়।