খোলাবাজার (তোফাজ্জল হোসেন) ঃ নরসিংদী জেলার অসহায় দরিদ্র লোকজনকে আইনগত সেবা দেয়ার জন্য লিগ্যাল এইড কমিটি কাজ করে যাচ্ছে , গত ৩১ আগষ্ট জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে মাননীয় জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজীব একথা বলেন।
নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা সহ প্যানেল আইনজীবীদের উপস্থিতিতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা,জেলা লিগ্যাল এইড কমিটি নরসিংদীর আয়োজনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার বেগম ইয়াছমিন আরা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমš^য় সভায় মাসিক রিপোর্ট পেশ করেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও লিগ্যাল এই জেলা কমিটির মেম্বার কাজী নাজমুল ইসলাম।অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহন করেন পিপি ন.ম.রুহুল আমিন, স্পেশাল পিপি শরিফুল ইসলাম দর্পণ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য আলহাজ্ব মোজাম্মেল হক ভুইয়া, এডভোকেট মোহাম্মদ শাহজাহান, এডভোকেট ও কমিশনার সুলতানা রাজিয়া, নিগার সুলতানা, মনিরুজ্জামান মোল্লাা, মাসুদুর রহমান প্রমুখ।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম শামীমা আফরোজ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেহান উদ্দিন।সভায় আগষ্ট মাসে আইনগত সহায়তার জন্য দরখাস্তের অনুমোদন ও আইনগত পরামর্শ প্রদান সংক্রান্ত প্রতিবেদন বিষয়ে আলোচনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
(খোলাবাজার/জিএম/০৩-০৯-২০১৫)