খোলাবাজার (তোফাজ্জল হোসেন) : রিসোর্স গ্রুপ অব ইনস্টিটিউশনস (RITE ) এর ২০১৫-১৬ সেশনের ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নবীণবরণ গত ২৫ আগষ্ট জেলার পুরাতন শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক মাহফুজা রহমান বলেন, টেকনিক্যাল শিক্ষার কোন বিকল্প নেই।তিনি কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে বলেন কারিগরি শিক্ষায় শিক্ষিত কোন শিক্ষার্থীকে বেকার থাকতে হয় না।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহবুবা রহমান বলেন, সরকার দেশকে একটি কার্যকরী ডিজিটাল দেশে রুপান্তর করার লক্ষে যে মহতি উদ্যোগ নিয়েছেন আমরা এ স্বপ্নের সাথে একাত্বতা প্রকাশ করছি। আমরা দেশের সমাজের উন্নয়নের জন্য যা করা প্রয়োজন এ প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সরকারের পাশে রয়েছি।
অধ্যাপক জহির মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন জেলা পলিটেকনিক ইনষ্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, তাঁত ইনস্টিটিউটের শিক্ষক আব্দুল্লাহ ফারুক, প্রতিষ্ঠানের মেরিন ডিপার্টমেন্টের প্রধান ইলিয়াস উদ্দিন, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন গাজী ইমরান হোসেন মিলন, রায়হান সরকার।
আলোচনা সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।
(খোলাবাজার/জিএম/ ০৩-০৯-২০১৫)