Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ছেন চন্ডিকা হাথুরুসিংহে! ভারতের বার্তাসংস্থা পিটিআই’র বরাতে বাংলাদেশের গণমাধ্যমেও এ খবর এসেছে।

তবে হাথুরুসিংহে কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

মাশরাফি-মুশফিকদের দায়িত্ব ছাড়ার এই খবর এসেছে মূলত শ্রীলঙ্কান কোচ মারভান আতাপাত্তুর পদত্যাগে। তিনি গতকাল লঙ্কান দলের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

এরপরই ধারণা করা হচ্ছে, বাংলাদেশের এই শ্রীলঙ্কান কোচ নিজ দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে বাংলাদেশের সঙ্গে যে দুই বছরের চুক্তিতে হাথুরুসিংহে এসেছিলেন, তা এখনো শেষ হয়নি।

গত বছরের জুলাইতে বাংলাদেশ দলের সঙ্গে চুক্তিবদ্ধ হন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চন্ডিকা হাথুরুসিংহে। এর আগে তিনি ২০১২ সালের সেপ্টেম্বরে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবে যোগ দেন।

হাথুরুসিংহে বাংলাদেশ দলে যোগ দেওয়ার আগ পর্যন্ত সিডনি থান্ডারের প্রধান কোচ ছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে।

এরপর দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে ঘরের মাটিতে বাংলাদেশ পাকিস্তানকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করে। টি-২০ সিরিজও জিতে নেয়। সেখান থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

ভারত বাংলাদেশে এসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে যায়। এরপর সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী দলও এসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে গেছে। বাংলাদেশ র্যা ঙ্কিংয়ের সেরা অবস্থানে জায়গার পাশাপাশি ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করেছে।

পিটিআই’র খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন দেশটির সাবেক অধিনায়ক মারভান আতাপাত্তু। তার পদত্যাগপত্র বোর্ডেও গৃহিত হয়েছে।

গত ১ সেপ্টেম্বর শেষ হওয়া তিন ম্যাচের টেস্ট ভারত ২-১ ব্যবধানে জিতে নিয়েছে। প্রথম টেস্টে জিতলেও পরের দুটিতে হেরে যায় শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের কাছেও টেস্ট সিরিজ হারে ম্যাথুসরা।

গত তিন মাসে পরপর দুটি টেস্ট সিরিজ হারের পরিপ্রেক্ষিতেই আতাপাত্তু পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এরপরই নতুন কোচের সন্ধানে নেমেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। স্থানীয় গণমাধ্যমের খবর, নতুন কোচ হিসেবে বাংলাদেশের দলের বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দ্বারস্থ হচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের দলের চমৎকার সাফল্যই সেদিক থেকে হাথুরুসিংহেকে এগিয়ে রাখছে। যদিও দেশটির সম্ভাব্য কোচের তালিকায় গ্রাহাম ফোর্ডসহ রয়েছেন আরো কয়েকজনের নাম।

তবে বাংলাদেশ বিশ্বকে চমকে দিয়েছে, মূলত এই হাথুরুসিংহের হাত ধরে। এখন দেখার তিনি বাংলাদেশ দলের সঙ্গে থাকেন কিনা?