Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫
খুলনার দৌলতপুর থানার বকুলতলা এলাকায় চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে তরিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তরিকুল কিছুদিন আগে স্থানীয় একটি বিদ্যালয়ে চুরি করতে গিয়ে ধরা পড়েন। বৃহস্পতিবার রাতে তিনি প্রতিবেশী বুলবুলের বাড়িতে মোবাইল চুরি করতে গেলে বাড়ির লোকজন তাকে আটকে রেখে স্থানীয়দের খবর দেয়। এসময় স্থানীয়রা জড়ো হয়ে তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।