খোলা বাজার২৪, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫: প্রত্যেক মহিলার মসৃণ এবং রেশমি চুল পাবার স্বপ্ন থাকে। কিন্তু সুন্দর চুল পাবার জন্য নারীদের ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকে তাদের চুলকে রক্ষা করতে হবে এবং পরিবর্তে প্রাকৃতিক প্রতিকার দ্বারা এর যত্ন নিতে হবে।
উৎসবের মৌসুমে চুলের বিভিন্ন ডিজাইন করতে যেয়ে বিভিন্ন কেমিক্যালের ব্যবহার, স্থায়ী সোজা এবং ভেজা চুল মেশিন দিয়ে শুঁকানোর জন্য চুল অনেক ক্ষতিগ্রস্ত হয়। চুল পরিচর্যা বিশেষজ্ঞ সেলিব্রিটি নরসুন্দর আসগর কিছু উপায় শেয়ার করেছেন। এতে আপনার ব্যয়বহুল চিকিত্সা এবং সর্বশেষ এয়ারকন্ডিশনার ও শ্যাম্পু ব্যবহার না করেই কিছু ঘরোয়া পদ্ধতিতে চুলকে অনেক আকর্ষণীয় করে তুলতে পারবেন। আসুন জেনে নেয়া যাক সেই উপায়-
১. নারকেলের তেল দিয়ে চুলের চিকিৎসা:
নারকেল তেল পুরু ও রেশমী চুল পাবার জন্য অত্যন্ত কার্যকরী ও পরীক্ষিত উপায়। আপনি যদি এরকম হেয়ার ট্রিটমেন্ট খুঁজে থাকেন যেন আপনার বারবার মাথা ওয়াশ করতে না হয় তাহলে নারকেল তেল আপনার জন্য যথার্থ। আসগর বলেন, “দৈনন্দিন জীবনে সূর্য, বৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তনের কারণে আপনার চুলের প্রোটিন জমতে সমস্যা হয়।” নারকেল তেল ব্যবহার করলে এর প্রোটিন প্রতিরোধ গড়ে তুলতে পারে। চর্বিযুক্ত চেহারা আকাঙ্খিত নয়। তাই চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য স্প্রে বোতলে ভর্তি করে চুলের উপর তেল ও পানি একসাথে স্প্রে করতে পারেন।
২. বীয়ার চিকিৎসা:
বীয়ার অর্থাৎ একটি মদজাতীয় তরল, যা আমাদের সকলের জানা রয়েছে। ! বিয়ার হপস এবং মল্ট এই দুটি প্রধান উপাদান আপনার চুল পড়া বন্ধ করবে এবং মাথার ত্বক ভাল রাখবে। বিয়ারের মধ্যে যে চিনি রয়েছে তা চুলের কিউটিকল শক্তিশালী করতে সাহায্য করে। একটি বাটিতে ৪০০মিলি পরিমাণ বীয়ার ঢেলে নিন। এবার সেখানে কিছুক্ষণ আপনার চুল ভিজিয়ে রাখুন। গোসল করার পূর্বে এই কাজ করবেন।
প্রথমে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন এবং তারপর আপনার চুলে বীয়ার লাগিয়ে রাখুন। খেয়াল রাখবেন যেন সমস্ত চুলে বীয়ার লাগে এবং মাথার স্ক্যাল্পে খুব ভালভাবে বীয়ার ঢেলে মালিশ করবেন। এরপর ২ মিনিট এভাবে চুল রেখে দিন তারপর পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। তারপর চুলে কন্ডিশনার লাগিয়ে নিন। এতে চুল থেকে বীয়ারের গন্ধ দূর হবে। আপনার চুল শুকিয়ে যাবার পর দেখতে পাবেন আপনার চুল চকচকে এবং বাউন্স পূর্ণ হয়ে গেছে।
৩. আঙ্গুর বীজের তেল:
শীতকালীন বাতাস ও এসির বাতাস চুলের আর্দ্রতা কেড়ে নেয়। এতে আপনার চুল শুষ্ক, নিস্তেজ ও ফ্রিজি হয়ে যাবে। রেশমি চুল ও মাথার ত্বক ভাল রাখার জন্য আঙ্গুর বীজের তেল অনেক উপকারী। আসগার বলেন আঙ্গুর বীজের তেল চর্বিযুক্ত তবে জলপাইয়ের তেলের তুলনায় কম। এটি মূলত ঘ্রাণ নিরপেক্ষ, লাইটওয়েট এবং চুল ঘন করে। এটা চুল গুরুতর এবং স্বাস্থ্যসম্মত করে তোলে।–সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।