Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫: সন্ত্রাস, অবৈধ মাদক, চোরাচালান, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, অবৈধ আগ্নেয়াস্ত্র পাচার, পাইরেসি, মানবপাচার, জল দস্যুতাসহ অন্যান্য আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ দমনে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়া ফেডারেল পুলিশ। শুক্রবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দু’দেশের পুলিশের মধ্যে ‘আন্তঃদেশীয় অপরাধ দমন’ সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশ পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক এবং আস্ট্রেলিয়ার পুলিশের কমিশনার এন্ড্র কলভিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ধারণা করা হচ্ছে এ স্ম‍ারক স্বাক্ষরের ফলে উভয় দেশের পুলিশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং এ অঞ্চলের অপরাধ দমন ও নিরাপত্তার ক্ষেত্র সম্প্রসারিত হবে।

বাংলাদেশের পুলিশ প্রধান শহীদুল হক উক্ত অনুষ্ঠানে বলেন, ‘উভয় দেশের পুলিশের কারিগরি সামর্থ বৃদ্ধি, তথ্য বিনিময় এবং সমন্বয় এ অঞ্চলে সন্ত্রাস এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। এ স্মারক স্বাক্ষরের মাধ্যমে সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে সহযোগিতার এক নব দিগন্তের সূচনা হল। ভবিষ্যতে উভয় দেশের পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ, কারিগরি ও ফরেনসিক সক্ষমতা এবং সহযোগিতা আরো বাড়বে’।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বর্তমানে অস্ট্রেলিয়ায় International Counter-Improvised Explosive Device (IED) Leaders Device (IED) Leaders Forum-এ অংশগ্রহন করছেন।