Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54খোলা বাজার২৪, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫: ডিজিটাল বাংলাদেশ গড়তে সাইবার অপরাধ এবং মাতৃভাষায় ইন্টারনেট ব্যবহার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া গ্রাম শহরের বৈষম্য দূর করতে বিনে পয়সায় ইন্টারনেট দেয়া উচিত বলে মনে করেন তিনি।

তিনি শুক্রবার দুপুরে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৭ম জাতীয় আইসিটি মেলা উদ্বোধন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের বড় দু’টি চ্যালেঞ্জ আছে। ডিজিটাল বাংলাদেশ তৈরি হচ্ছে যেখানে সাইবার জগত তৈরি হচ্ছে, সেই সাইবার জগত সাইবার অপরাধীদের দ্বারা হুমকির মুখে। সেটাকে কীভাবে আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় তা একটি চ্যালেঞ্জ, আর ইন্টারনেটে মাতৃভাষাকে কীভাবে কাজে লাগানো যায় তাও একটি চ্যালেঞ্জ। এদু’টো চ্যালেঞ্জের পাশাপাশি ইন্টারনেটকে মানুষের দোরগোড়ায় বিনে পয়সায় দেয়া উচিত।’

ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, আইইউটি কম্পিউটার সোসাইটির চিফ প্যাট্রন প্রফেসর মো. আব্দুল মোত্তালিব ও মডারেটর আবু রায়হান মোস্তফা কামাল। অনুষ্ঠান শেষে মন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।

মেলায় দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১ হাজার ৭৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।