খোলা বাজার২৪, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫: বগুড়া সদরর উপজেলার জামিলনগর এলাকায় শিবির নিয়ন্ত্রিত একটি ছাত্রাবাস থেকে ৪০টি ককটেল ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. গাজিউর রহমান সাগর জানান, শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক বগুড়া জেলা শিবিরের সভাপতি আলাউদ্দীন সোহেলের (৩২) স্বীকারোক্তিতে ওই ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৪০টি তাজা ককটেল, ২টি ছুরি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
এর আগে সন্ধ্যায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ৫২টি মামলার আসামি শিবির নেতা আলাউদ্দীন সোহেলকে শহরতলীর সাবগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়।