শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর এয়ারপোর্ট এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকারী চক্রের ৭ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ সময় নারীসহ অপহৃত ২জনকে উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে র্যাব-১ এর অপারেশন অফিসার এএসপি মুহিত কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দিনগতরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অপহরণকারী ৭ সদস্যের মধ্যে একজন নারীও রয়েছে।
তিনি জানান, এ চক্রটি ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে এ চক্রের কয়েক সদস্য মুক্তিপণ নিতে রাতে এয়ারপোর্ট এলাকার ফুট ওভার ব্রিজের কাছে আসে। গোপনে খবর পেয়ে র্যব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ওই চক্রের কয়েক সদস্যকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে ২ অপহৃতসহ আরও কয়েকজনে আটক করা হয়।