শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
সড়কে দখল উচ্ছেদ কার্যক্রমে নগরবাসীর সমর্থন চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘রাস্তা দখল করে ট্রাক রেখে দিয়েছে, মাস্তানি করে। আমি কি এখন তাদের সঙ্গে মাস্তানি করব? আমি ব্যবসায়ী মানুষ, তবে মাস্তানি করতেই এখানে এসেছি, বলে নিজের কাজে রাজধানীবাসীর সমর্থন চান তিনি।
অবৈধ বিলবোর্ড উচ্ছেদ বিষয়ে তিনি বলেন, আমি চাই মানুষজন ব্যবসা করুক। বিলবোর্ড অ্যাসোসিয়েশনকে ডেকেছি, ইফতার খাইয়েছি, তিনশ লোককে খাইয়েছি। উনারা আমাকে ফরমালি চিঠি দিয়েছেন যে আমরা ইলিগাল এক হাজার বিলবোর্ড তুলে ফেলবে। কিন্তু গত জুন মাসে সব বিলবোর্ডর মেয়াদ চলে গেছে। আমি তাদের বলেছি, আমি একজন ব্যবসায়ী, আপনাদের মারতে চাই না। আমি তিন মাস সময় দিয়েছি অবৈধ বিলবোর্ড খুলে ফেলার জন্য। তারা ১০ জনে মিলেও ৫০টা বিলবোর্ড খোলেনি।
আলোচনায় ডাকার পর তাতে সাড়া না দিয়ে বিলবোর্ড মালিকদের রাজপথে মানববন্ধন করার সমালোচনাও করেন মেয়র।
রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় একটি নতুন প্রকল্প হাতে নিয়েছেন বলে জানান তিনি, যিনি স্মার্ট ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে চার মাস আগে মেয়র নির্বাচিত হয়েছেন।
সারা শহরে বর্জ্য, যেখানে যাই সেখানেই বর্জ্য। এত বড় একটা শহর, এ বর্জ্য কোথাও তো ফেলতে হবে। কোনো ট্রান্সফার স্টেশন তৈরি করা হয়নি। একটা লোক আপনার বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবে, তারপর কোথায় ফেলবে? ফেলার তো জায়গা লাগবে একটা। এ জন্য আপনার বাড়ির সামনে ফেলে, আমার বাড়ির সামনে ফেলে। আমি একটি প্রোগ্রাম হাতে নিয়েছি। পাঁচ থেকে ছয় কাঠা করে জায়গা লাগবে। আমি ৭০টি জায়গা সিলেক্ট করেছি। এর মধ্যে ১৪টি জায়গা আমার, আর বাকিগুলো এক একটি মিনিস্ট্রির। ওই জমিগুলো নিয়ে বর্জ্য ফেলার স্থান করার পরিকল্পনার কথা তুলে ধরেন মেয়র।