শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫ : গ্যাস ও বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে আইনের আশ্রয় নেয়া হবে বলে হুমকি দিয়ে ভোক্তাদের সংগঠন ক্যাব জানায়, বিশ্ব বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে তা না কমিয়ে উল্টো গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে ভোক্তাদের সঙ্গে চরম অন্যায় করা হচ্ছে।
শনিবার ঢাকা রিপোর্টার্স কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) এর সংবাদ সম্মেলনে এ হুমকি দেয়া হয়। এসময় কার্যনির্বাহী সদস্য ও জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম, কার্যনির্বাহী সদস্য শাহনেওয়াজ চৌধুরী এবং সমন্বয়ক আহমেদ একরামুল্লাহ উপস্থিত ছিলেন।
অধ্যাপক শামসুল আলম বলেন, শিগগরিই বিইআরসির কাছে গ্যাস-বিদ্যুতের দাম কমানোর জন্য আবেদন জানানো হবে। এরপরও যদি দাম না কমানো হয়, তাহলে আগামী এক মাসের মধ্যে আমরা আদালতের দ্বারস্থ হব।
গত ২৭ অগাস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়।