শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা: হারতে হারতে বেঁচে গেলেন নারী টেনিসের নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস। সেরেনা-স্ল্যামের স্বপ্ন বাঁচিয়ে রাখার পথে পিছিয়ে পড়েও দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়েন যুক্তরাষ্ট্রের এই কৃষ্ণকলি। তৃতীয় রাউন্ডের লড়াইয়ে স্বদেশি বেথানি মাতেক-স্যান্ডসকে হারিয়ে তিনি শেষ ষোলতে উন্নীত হন।
শুক্রবার ফ্ল্যাশিং মিডোয় নারী টেনিসের এক নম্বর তারকাকে প্রথম সেটে ভড়কে দিয়েছিলেন স্বদেশি বেথানি মাতেক-স্যান্ডস। প্রথম সেটে সেরেনাকে ৩-৬ গেমে পেছনে ফেলেন তিনি। তবে এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-৬, ৭-৫, ৬-০ গেমের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়েন যুক্তরাষ্ট্রের এই টেনিস-কন্যা। মূলত শেষ সেটে সেরেনার অপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ের কারণেই অঘটন ঘটতে পারেননি বেথানি মাতেক-স্যান্ডস।
এই জয়ের ফলে ১৯৮৮ সালের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার গ্রান্ড-স্ল্যাস পূর্ণ করার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন সেরেনা উইলিয়ামস।
সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসও শেষ ষোলতে উন্নীত হন। শুক্রবার ১৮ বছর বয়সী বিলিন্ডা বেনকিককে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে শেষ ষোলর টিকেট নিশ্চিত করেন সেরেনার বড় বোন।
এদিকে পুরুষ এককের লড়াইয়ে নিজ নিজ ম্যাচে জয় দিয়ে পরের রাউন্ডে উন্নীত হন অ্যান্ডি মারে, নোভাক জকোভিচ ও রজার ফেদেরার।
শুক্রবার ফ্ল্যাশিং মিডোয় পাঁচ সেটের লড়াই শেষে রোমাঞ্চকর এক জয় দিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। ফরাসি তারকা আদ্রিয়ান ম্যানারিনোকে ৫-৭,৪-৬,৬-১,৬-৩,৬-১ গেমে পরাজিত করেন এই সাবেক নাম্বার ওয়ান তারকা।
শেষ ষোলতে যাওয়ার লড়াইয়ে শনিবার ব্রাজিলিয়ান তারকা থমাস বেলুচ্চির মুখোমুখি হবেন অ্যান্ডি মারে। নিউ ইয়র্কের গরমে বেশ অস্বস্তি বোধ করেন মানে। এ নিয়ে তিনি বলেন, ‘যথেষ্ট গরম ও আর্দ্রতায় বেশ কষ্ট হচ্ছিল।’ যদিও ম্যারাথন ম্যাচে দ্বিতীয় ও তৃতীয় সেটের মাঝে ১০ মিনিট ব্রেক পান মারে।
শুক্রবার পুরুষ টেনিসের নাম্বার ওয়ান নোভাক জকোভিচ সহজ এক জয় দিয়ে চতুর্থ রাউন্ডে উন্নীত হয়েছেন। টানা ২৬তম জয় তুলে নেয়ার পথে ইতালির আন্দ্রেস সেফিকে ৬-৩, ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে ইউএস ওপেনের ষষ্ঠ ফাইনালের দিকে আরো এক ধাপ এগিয়ে গেলেন।
দারুণ এক জয় দিয়ে শেষ ষোলতে উন্নীত হওয়ার পর গতানুগতিক উদযাপন বাদ দিয়ে ভিআইপি বক্সে ছুটে যান সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। সেখানে গিয়ে স্ত্রী জেলেনা ও চেলে স্টেফানকে আলিঙ্গনে বাঁধেন তিনি।
গত বছরের অক্টোবরে জেলেনার কোল-জুড়ে স্টেফান পৃথিবীতে আসার পর একরকম অপ্রতিরোধ্য হয়ে উঠেন নোভাক জকোভিচ। প্রথম সন্তান জন্ম নেয়ার পর ৬৯ ম্যাচে জয় পাওয়ার পথে আটটি শিরোপা জয় করেন এই সার্ব তারকা। পরাজয় মাত্র পাঁচ ম্যাচে।
অন্যদিকে ফ্লাশিং মিডোয় দ্বিতীয় রাউন্ডে জয় দিয়ে তৃতীয় রাউন্ডে উন্নীত হলেন সাবেক নাম্বার ওয়ান রজার ফেদেরার। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের স্টিভ ডার্সিসকে ৬-১,৬-২,৬-১ গেমে হারান এই সুইস তারকা। পাঁচবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ২০০৮ সারে শেষবার ইউএস ওপেন জিতেছেন। রেকর্ড ১৭টি গ্র্যান্ড-স্ল্যামের মালিক শুক্রবার মাত্র ৮০ মিনিটে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে পা রাখেন।
তৃতীয় রাউন্ডে উন্নীত হওয়ার পর রজার ফেদেরার বলেন, ‘প্রতিপক্ষ সহজ ছিল। আমি যতটা পেরেছি আক্রমণাত্মক টেনিস খেলেছি।’ তৃতীয় রাউন্ডে রজার ফেদেরারের প্রতিপক্ষ জার্মানির ফিলিপ কোলস্কাইবার।