শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
দাফতরিক কাজে সরকারের ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার না করে ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করায় দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘শেষ মুর্হূতে এসে আমি দুঃখ প্রকাশ করছি এ কারণে যে এটা অনেককে বিভ্রান্ত করেছে এবং অনেকের মনে প্রশ্নে জেগেছে। কিন্তু আমার কাছে এ সকল প্রশ্নের উত্তর আছে।’
তিনি আরো বলেন, ‘এই সিদ্ধান্ত ( ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার) নেওয়ার সময় আমি খুব বেশি চিন্তা করিনি। তখন আমার হাতে অনেক কাজ ছিল। তাই আমি ভাববার সময় পাই কোন ধরনের ইমেইল অ্যাকাউন্ট আমার ব্যবহার করা উচিত। আমি এ দায় নিচ্ছি। আমার উচিত ছিল দুটি ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা। একটি আমার ব্যক্তিগত কাজে অন্যটি দাফতরিক কাজে।’
তবে তার এই সিদ্ধান্ত সরকার জানত বলে জানান যুক্তরাষ্ট্রের সাবেক এই ফাস্ট লেডি।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন হিলারি ক্লিনটন। এ সময় তিনি দাফতরিত কাজে সরকারী ই-মেইল ঠিকানা ব্যবহারের পরিবর্তে ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে দাফতরিক ও ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করেছেন তিনি। গত মার্চে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য হিলারি ক্লিনটন যখন প্রচার শুরু করেন তখন সাংবাদিক ও তার রাজনৈতিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে সরকারি ই-মেইল গ্রহণ করার জন্য তার ব্যক্তিগত ই-মেইল ঠিকানা ব্যবহারের অভিযোগ তোলেন। এর ধারাবাহিকতায় ৩১ আগস্ট হিলারির ব্যক্তিগত সার্ভার থেকে চার হাজারের বেশি ই-মেইল প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। এর মধ্যে ১৫০টি ই-মেইল কার্যত গোপনীয় শ্রেণীভুক্ত।