শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশে তেল-গ্যাস রপ্তানির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই ও আলাপ-আলোচনার জন্য বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদকে দেশটিতে সফরের আহ্বান জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভায়েজি এরই মধ্যে এ ব্যাপারে বাংলাদেশে প্রস্তাবও দিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবে গত মঙ্গলবার ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান পাকিস্তান, ভারতের মধ্য দিয়ে বাংলাদেশ পর্যন্ত গ্যাসের পাইপলাইন বিস্তৃত করতে চায়। এ নিয়ে পাকিস্তান ও ভারত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও হয়েছে।
ইরান ও পাকিস্তানের সংবাদমাধ্যমেও এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের এক সংবাদপত্রের বরাত দিয়ে ইরানের অনলাইন সংবাদপত্র জাওয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বাংলাদেশে তেল-গ্যাস রপ্তানির সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
আব্বাস ভায়েজি গত মঙ্গলবার বাংলাদেশের সাংবাদিকদের বলেন, ইরান থেকে বাংলাদেশে তেল-গ্যাস রপ্তানি নিয়ে দুই দেশের মধ্যে কথা হয়েছে। এখন শুধু সম্ভাব্যতা যাচাইয়ের পালা।
পশ্চিমা দেশগুলোর চাপের মুখে পাকিস্তান ও ভারত দীর্ঘদিন ইরান থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আামদানির কার্যক্রম বন্ধ রেখেছিল। ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনা ফলপ্রসূ হওয়ায় দেশটির ওপর থেকে পশ্চিমারা নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। এতে পাইপলাইনের মাধ্যমে আবারও ইসলামাবাদ ও দিল্লি গ্যাস আমদানি কার্যক্রম চালু করবে।
ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশের একমাত্র তেল শোধন প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিকেও সহযোগিতা করবে ইরান। বাংলাদশের জ্বালানিমন্ত্রীর ইরান সফরকালে এসব বিষয়ে আলোচনা হবে।