Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা: ইউরো ২০১৬ বাছাই এর খেলায় পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘ডি’তে শীর্ষে উঠে এলো জার্মানি। জয়ী দলের হয়ে জোড়া গোল করেন মারিও গোতজে আর অন্য গোলটি করেন থমাস মুলার। আর পোল্যান্ডের হয়ে একমাত্র গোলটি আসে রবার্ট লেন্ডভস্কির পাঁ থেকে।

ফ্রাঙ্গফুটার ভকসব্যাংক স্টেডিওনে এদিন প্রথম থেকেই পোলিশদের ওপর চওড়া হয়ে খেলতে থাকে জার্মানরা। এরই সুবাদে ম্যাচের মাত্র ১২ মিনিটেই দলের লিড দেন থমাস মুলার। জোনাস হেক্টরের পাসে গোল করেন এ স্ট্রাইকার।

গোল ব্যবধান দ্বিগুন করতে বেশি সময় নেয়নি বিশ্ব চ্যাম্পিয়নরা। খেলার ১৯ মিনিটে গোল করেন বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোল করা গোতজে। তার এ গোলেও ‍সহায়তা করেন সেই হেক্টর।

তবে ব্যবধান খুব দ্রুতই কমায় পোল্যান্ড। ম্যাচের ৩৬ মিনিটে কামিল গ্রসিসকির সহায়তায় সফরকারীদের ব্যবধান কমান লেন্ডভস্কি। পরে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানরা।

বিরতি থেকে ফিরে অবশ্য ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণে যায় পোলিশরা। আর বেশ কয়েকটি ভালো সুযোগও নষ্ট করেন বায়ার্ন মিউনিখ তারকা লেন্ডভস্কি।

কিন্তু উল্টো খেলার নির্ধারিত সময়ের আট মিনিট আগে পোলিশদের জালে আরো একবার বল পাঠিয়ে নিজের জোড়া গোলের সঙ্গে দলের লিড বাড়ান গোতজে (৩-১)।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জোয়াকিম লো’র শিষ্যরা। এ জয়ের ফলে জার্মানরা গ্রুপ ‘ডি’তে সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল। আর সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়তে নেমে গেল পোল্যান্ড।

এর আগে দু’দলের প্রথম লেগের খেলার জার্মানিকে হারিয়েছিল পোল্যান্ড।