Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৫ : ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের ‘কাপুরুষ’ আখ্যায়িত করে জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না।

শনিবার বিকেলে রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

সৈয়দ আশরাফ বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যারা হামলা করে তারা কাপুরুষ। তাদের এদেশে থাকার কোনো অধিকার নেই। বাংলাদেশের মাটিতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের কোনো স্থান হবে না।’

তিনি বলেন, ‘আমি আজ ব্যথিত। কারণ ধর্মীয় বিভাজন সৃষ্টি করে কিছু লোক লুটপাট করছে। হিন্দুদের ওপর অত্যাচার করছে, তাদের সম্পত্তি দখল করছে। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশ সব সম্প্রদায়ের মানুষের দেশ।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানা দাস গুপ্ত, কাজল দেবনাথ, অপু উকিল, দূর্গাদাস ভট্টাচার্য, জয়ন্ত কুমার দে, জিতেন্দ্রনাথ চ্যাটার্জি প্রমুখ।

পলাশী মোড়ে সংক্ষিপ্ত সভা শেষে ৪৬০তম জন্মাষ্টমীর র্যাালির উদ্বোধন করে মেয়র সাঈদ খোকন।