Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০১৫ : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘রুবেল বা তাসকিন যদি আমাদের ক্রিকেটের জ্বলন্ত উদাহরণ হয়ে বিজ্ঞাপনের নায়ক হয়ে যেতে পারেন, তবে আমার প্রতিবন্ধী ক্রিকেটার কেন সে বিজ্ঞাপনের নায়ক হতে পারবেন না।’

আজ শনিবার ইনস্টিটিউট অব কমিউনিকেশন স্টাডিজ (আইসিএস) আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। ইউরোপীয় ইউনিয়ন ও সাইটসেভারসের সহায়তায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মিজানুর রহমান বলেন, ‘আমাদের এ দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে হবে। এ কারেণই যে এখনো কোনো প্রতিবন্ধী সন্তানের বিষয়ে আমাদের দেশের অধিকাংশ পরিবারেরই ধারণা যে এ বিষয়টি অভিশাপ। কোনো পাপের শাস্তি বোধহয় আমাদের ভোগ করতে হচ্ছে।’ তিনি বলেন, ‘এ দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হলে প্রতিবন্ধীদের স্বীকার করে নিয়ে তাদের মর্যাদাকে রক্ষা করে, তাদের সাধারণ-স্বাভাবিক মানুষ হিসেবে অন্য সবার মতো যে তাদের সমমর্যাদা রয়েছে সে কথাটি প্রতিষ্ঠা করে আমাদের দৃষ্টিভঙ্গিগত, আচরণগত পরিবর্তন নিয়ে আসতে হবে।’

কোনো বিষয়ে সাধারণ মানুষের চেয়ে প্রতিবন্ধীরা অনেক বেশি সক্ষম বলে মন্তব্য করেন মিজানুর রহমান।