Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
গুলশান থানায় করা হত্যাচেষ্টা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে রবিবার তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে ধানমণ্ডি এলাকা থেকে শনিবার সকালে ওয়ারেন্টমূলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০০৮ সালের জুলাই মাসে রাজধানীর গুলশান থানায় হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে মামলাটি ঢাকা মহানগর হাকিম-৫ নম্বর আদালতে বিচারাধীন।

হুম্মাম কাদের চৌধুরীর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আপিলের রায়েও তার দণ্ড বহাল রেখেছেন ট্রাইব্যুনাল।