রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
চুয়াডাঙ্গা সদর উপজেলার হরিশপুর গ্রামে ১৮ দিনের শিশুপুত্রকে মায়ের কোল থেকে নিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে ফেলে হত্যা করেছে। শিশুটি হরিশপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। ঘটনাটি শুক্রবার রাতে ঘটলেও লাশ পাওয়া গেছে শনিবার সন্ধ্যায়।
আশরাফুল ইসলাম ও তার স্ত্রী সনিয়া খাতুন জানান, প্রতিদিনের মতো তাদের ১৮ দিন বয়সী ছেলেকে (যার নামও রাখা হয়নি) নিয়ে শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।
গভীর রাতে সনিয়া তার সন্তানকে পাশে না পেয়ে রাত থেকেই খুঁজতে থাকেন। এর পর শনিবার দুপুরে বাড়ি থেকে দেড়শ’ গজ দূরে বাঁশঝাড়ের নিচে ছোট্ট একটি ডোবার পানিতে শিশুটির মৃতদেহ পাওয়া যায়।
এ ব্যাপারে বেগমপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে ক্যাম্প ইনচার্জ এস আই শফিক শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।
শিশুটির বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দয়ের করেছেন।