রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
‘ইতালি বা গ্রিস, কেউ একটা দ্বীপ বেচবে’— এভাবেই দ্বীপ কেনার ইচ্ছা প্রকাশ করে টুইট করেছেন মিসরীয় ধনকুবের নাগিব সোয়ারিস। কোনো রাজ্য তৈরির বাসনা থেকে নয়; শরণার্থীদের থাকার জন্য দ্বীপ কিনতে চান তিনি।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালি বা গ্রিসের কোনো একটি দ্বীপ কেনার ইচ্ছা প্রকাশ করেছেন মিসরের অন্যতম ধনাঢ্য ব্যক্তি সোয়ারিস। শরণার্থীদের বসবাসের জন্য কিনতে চাওয়া দ্বীপটির নামও ঠিক করে রেখেছেন তিনি। ‘হোপ’ (আশা) এটাই হবে ওই নতুন দেশের নাম!
এই দ্বীপের জন্য যত অর্থই লাগুক তা খরচ করতে রাজি আছেন সোয়ারিস। একই সঙ্গে এ প্রস্তাবকে ‘উদ্ভট’ ভেবে উড়িয়ে না দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, গ্রিস ও ইতালিতে বেশ কয়েকটি খালি দ্বীপ রয়েছে। ওগুলোতে এক থেকে দুই লাখ লোক থাকতে পারবে।
সিএনএনকে গত শুক্রবার সোয়ারিস বলেন, ‘এটা খুবই সহজ সমাধান। তারা (গ্রিস বা ইতালি) আমার কাছে দ্বীপ বিক্রি করবে এবং আমি সেখানে লোকদের জন্য সাময়িক আশ্রয়কেন্দ্র তৈরি করব। সেখানে নৌকা ভেড়ানোর জন্য ছোট বন্দরও নির্মাণ করব। আমি তাদের নিজেদের জন্য ঘর, বিদ্যালয়, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, হোটেল নির্মাণের কাজে নিয়োগ করব।’
তিনি আরও বলেন, ওই দ্বীপ ও দ্বীপবাসীর জন্য সরকারগুলোকে কিছুই করতে হবে না। আমি নিজেই শরণার্থীদের চাকরি ও আইনী সহায়তার ব্যবস্থা করব।
সোয়ারিসের এ প্রস্তাবের ব্যাপারে গ্রিস বা ইতালি সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মিসরের প্রখ্যাত ব্যবসায়ী সোয়ারিস একটি রাজনৈতিক দলেরও প্রতিষ্ঠাতা। তার পরিবারের অন্য সদস্যরাও ব্যবসার সঙ্গে জড়িত। তার ভাই নাসেফ ওরাসকম কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। এটি মিসরের সবচেয়ে বড় বেসরকারী প্রতিষ্ঠান।