Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন বেন স্টোকস। ওয়ানডেতে এমন আউটের শিকার হওয়া মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান এই ইংলিশ অলরাউন্ডার।

ইংল্যান্ডের রান তাড়ায় সেটি ২৬তম ওভারের ঘটনা। মিচেল স্টার্কের একটি ফুল লেংথ বলে স্ট্রেট ড্রাইভ করেছিলেন বেন স্টোকস। ফলো থ্রুতে বলটি নিজেই ফিল্ডিং করেন স্টার্ক। ব্যাটসমান স্টোকস তখন ক্রিজের বাইরে। তাকে রান আউট করার জন্য বল থ্রো করেন স্টার্ক। পড়িমড়ি করে ক্রিজে ফিরতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন স্টোকস। ভূপাতিত হওয়ার পথে বাঁহাতে ফিরিয়ে দেন বল।

অস্ট্রেলিয়ানরা আউটের আবেদন করে। মাঠের দুই আম্পায়ার কুমারা ধর্মসেনা ও টিম রবিনসন সিদ্ধান্ত ছেড়ে দেন টিভি আম্পায়ারের ওপর। মাঠের আম্পায়ারদের ‘সফট সিগন্যাল’ ছিল নট আউট। তবে রিপ্লে দেখে স্টোকসকে আউট দেন টিভি আম্পায়ার ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন।

উইকেটে তখন অন্য প্রান্তে ছিলেন ওয়েন মরগ্যান। সিদ্ধান্তে বিস্মিত হয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় ইংলিশ অধিনায়ককে। দৃশ্যপটে আবির্ভাব তখন স্টিভেন স্মিথের। আঙুল দেখিয়ে মরগ্যানকে কিছু একটা বলছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। আম্পায়ার ধর্মসেনার হস্তক্ষেপে শেষ হয় দুই অধিনায়কের বাদানুবাদ।

ওয়ানডেতে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ হয়ে প্রথমবার এই আউটের শিকার হয়েছিলেন রমিজ রাজা। ১৯৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে করাচিতে ৯৯ রানে এই আউট হয়েছিলেন পাকিস্তানি ওপেনার।

পাকিস্তানের একজন এই আউটের খাতা খুলেছিলেন বলেই কিনা, ব্যতিক্রমী এই আউটে পাকিস্তানি ব্যাটসম্যানদেরই জয়জয়কার! ছয়বারের মধ্যে চারবারই ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ হয়েছেন দেশটির ব্যাটসম্যানরা। রমিজ ছাড়াও ২০০৬ সালে ভারতের বিপক্ষে পেশোয়ারে আউট হয়েছিলেন ইনজামাম-উল-হক। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই আউট হয়েছিলেন দুজন পাকিস্তানি ব্যাটসম্যান। মার্চে ডারবানে আউট হয়েছিলেন মোহাম্মদ হাফিজ আর নভেম্বরে পোর্ট এলিজাবেথে হয়েছিলেন আনোয়ার আলি।

বাকি একবার এই আউট হয়েছেন ভারতের মহিন্দর অমরনাথ, ১৯৮৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আহমেদাবাদে।

টেস্ট ইতিহাসে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড হয়েছেন মাত্র একজনই। স্টোকসের তিনি স্বদেশী। ১৯৫১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে ২৮ রানে এই আউট হয়েছিলেন ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন, স্যার লেন হাটন।

লর্ডসে হওয়া ম্যাচটি ৬৪ রানে জিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।