Thu. Jul 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
দেশে সাক্ষরতার হার এখন ৬১ শতাংশ। এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রবিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণশিক্ষামন্ত্রী এ তথ্য জানান। এর আগে শেষ জরিপ হয়েছিলো ২০১৩ সালে।

মন্ত্রী জানান, বাংলাদেশে পাঁচ থেকে নয় বছর বয়সীদের সাক্ষরতার হার ১৬ দশমিক ৪৩ শতাংশ এবং ১০-১৪ বছর বয়সীদের সাক্ষরতার হার ৬৭ দশমিক ৩৮ শতাংশ। ১৫ থেকে ১৯ বছর বয়সীদের সাক্ষরতার হার ৮২ দশমিক ১৭ শতাংশ, ২০ থেকে ২৪ বছর বয়সীদের সাক্ষরতার হার ৭৫ দশমিক ০৯ শতাংশ এবং ১৫ থেকে ২৪ বছর বয়সীদে সাক্ষরতার হার ৭৮ দশমিক ৬৩ শতাংশ।

সাত বছরের বেশি বয়সীদের সাক্ষরতার হার ৫৪ দশমিক ১৯ শতাংশ, ১৫ বছরের বেশি বয়সীদের সাক্ষরতার হার ৫৯ দশমিক ৮২ শতাংশ এবং ২৫ বছরের বেশি বয়সীদের সাক্ষরতার হার ৫২ দশমিক ৭৫ শতাংশ।