Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

53রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
পোশাক ও বস্ত্র খাতের শ্রমিকদের উৎসব বোনাস নিশ্চিতে শ্রম আইন ও মজুরি কাঠামো সংস্কারের উদ্যোগ নিতে চলেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু আজ রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া আসছে সপ্তাহ থেকে নতুন শ্রমবিধি কার্যকর হবে বলেও জানান মুজিবুল হক। তিনি বলেন, নতুন বিধি কার্যকর হলে রপ্তানিমুখী খাতের বাইরের শ্রমিকদের কল্যাণে ফাউন্ডেশন করা হবে এবং এর মুনাফার টাকা শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিকেএমইএর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার উৎসব ভাতা সংক্রান্ত শ্রম আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে।

বর্তমানে পোশাক ও বস্ত্র খাতের শ্রমিকদের বোনাস দেওয়ার কোনো আইনগত বিধি-বাধ্যকতা নেই। সাধারণত ঈদের আগে শ্রমিকদের দাবির মুখে বা স্বেচ্ছায় শ্রমিকদের মূল বেতনের শতকরা ৩০ থেকে ৬৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে থাকেন নিয়োজকরা। এতে প্রায়ই বিশৃঙ্খলা তৈরি হয়।

পাশাপাশি স্থাপিত কারখানার উৎসব ভাতা প্রদানে তফাত থাকলে তা শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। সাধারণত প্রতি ঈদের আগে দেশজুড়ে শ্রমিক অসন্তোষ দেখা যায়। এসব সামলানোর জন্য স্থানীয় প্রশাসন, কারখানা ব্যবস্থাপনা ও পুলিশকে বিপুল আয়োজন করতে হয়।

গত ঈদুল ফিতরের পর আগস্টের প্রথম দশকে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) পক্ষ থেকে এ সমস্যা সমাধানে উদ্যোগী হতে সরকারকে আহ্বান জানানো হয়।

বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান সে সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।