রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
হাঁচির চোটে চার দশক পর খুলল এক ব্রিটিশ নাগরিকের নাক। তখন কতই আর বয়স হবে স্টিভ ইস্টনের, বড়জোর সাত-আট। সঠিক মনে নেই তাঁর। তবে কীভাবে সেসময়ে একদিন খেলতে দিয়ে খেলনার টুকরো নাকের ভিতরে ঢুকে নাক বন্ধ হয়ে গিয়েছিল তা বেশ মনে রেখে দিয়েছেন তিনি।
অবশেষে দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর এক হাঁচির চোটে নাক দিয়ে বেরল সেই খেলনার টুকরো, হাঁফ ছেড়ে বাঁচলেন স্টিভ। ৫১ বছর বয়সী স্টিভ সাত বছর বয়সে নাকে একটি খেলনা গুলির টুকরো ঢুকিয়ে ফেলেন। যার জেরে গত ৪৪ বছর ধরে নাক বন্ধ ছিল। এর জন্য মাঝের সময়ে সর্বদাই মাথাব্যথা বা শ্বাসকষ্টে ভুগতেন তিনি। বহু বড় বড় চিকিৎসক দেখানোর পরেও সমস্যার সমাধান হয়নি। এরপর হালই ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে কয়েকদিন আগে একদিন দিলেন এক মোক্ষম হাঁচি। আর তাতেই কেল্লা ফতে। চার দশক নাকে আটকে থাকা খেলনার টুকরো সোজা বেরিয়ে স্টিভের হাতে। এখন দিব্যি নাক দিয়ে প্রাণ ভরে শ্বাস নিচ্ছেন তিনি। আর কোনও বাধা তাতে স্টিভের।