Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

57 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
ভারতের মাটিতে কখনোই দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। তবে জাতীয় দল কখনো আমন্ত্রণ না পেলেও আগামী সপ্তাহে তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এ সফরে ‘এ’ দলের ক্রিকেটাররা মুখোমুখি হতে পারেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়নাদের মতো তারকাদের।

আগামী অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। প্রোটিয়াদের সঙ্গে ‘টিম ইন্ডিয়া’র লড়াইটা বেশ দীর্ঘই—তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও চারটি টেস্টের। তারই প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ‘এ’ দলের মুখোমুখি হতে পারেন ধোনি-কোহলিরা।

এ বছরের শুরুতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। ওয়ানডে আর টি-টোয়েন্টির নেতৃত্ব অবশ্য এখনো তাঁর কাঁধে। অন্যদিকে, রায়না সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন না। কোহলি অবশ্য খেলেছিলেন এবং তাঁর নেতৃত্বেই দীর্ঘ ২২ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারত। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলে নিজেদের ঝালিয়ে নিতে পারেন ধোনি-রায়না। কোহলি, আম্বাতি রাইডুও সীমিত ওভারের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে নেমে যেতে পারেন বাংলাদেশের দ্বিতীয় সারির দলের বিপক্ষে।

ভারতের ‘এ’ দলের বিপক্ষে ১৬, ১৮ ও ২০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। তিনটি ম্যাচই হবে বেঙ্গালুরুতে। প্রথম তিন দিনের ম্যাচটি হবে মহীশূরে। ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটক। বেঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় তিন দিনের ম্যাচটি শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে।

ভারত সফরে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও থাকতে পারে বলে জানিয়েছেন বিসিবির অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ভারত সফরের পর বাংলাদেশ ‘এ’ দল যাবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে।