রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৫ : বিদ্যুৎ ও গ্যাসের অযৌক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে আজ রোবরাব ২০ দল ঘোষিত কর্মসূচি পালন করেছে বিএনপিসহ ২০ দলীয় জোট।
দেশের বিভিন্ন স্থানে পুলিশ কর্মসূচি পালনে বাধা দিলেও বেশিরভাগ স্থানে পুলিশের বাধা উপেক্ষা বিএনপিসহ ২০ দলীয় জোটের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ পালন করেছে। এসময় জোটের বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়। বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের আটকও করেছে পুলিশ।
আজ বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকার বনানীতে বিএনপি নেতা হাবিবউল্যাহ হাবিব ও রানা, ধানমন্ডিতে বিএনপি নেতা শেখ রবিউল আলম ও লিটন, মোহাম্মদপুরে বিএনপি নেতা হাজী ইউছুফ ও ফজলুর রহমান ফজলু, দক্ষিণখানে বিএনপি নেতা আলী আকবর আলী, দক্ষিণখান ইউনিয়নে সাহাবুদ্দিন, ওয়ারীতে যুবদল নেতা গোলাম মোস্তফা, সেলিম, বুলবুল ও মনা, মুগদায় বিএনপি নেতা নুরুল হক ও জিয়াউল হক রতন, খিলগাঁওয়ে বিএনপি নেতা ইউনুছ মৃধা, এডভোকেট ফারুক ও যুবদল নেতা মামুন, শাহবাগে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় বিএনপি নেতা আবু সুফিয়ান, জাহিদ, স্বপন ও যুবদল নেতা টিটু, সবুজবাগে বিএনপি নেতা হিরু ও রহিম, মতিঝিলে বিএনপি নেতা আলমগীর ও হারুন, শ্যামপুরে বিএনপি নেতা হিমেল, শামীম ও মোজাম্মেল, মিরপুরের কালসিতে বিএনপি নেতা ইকবাল, বংশালে বিএনপি নেতা লতিফউল্যাহ জাফরু ও তাইজু, পল্টনে বিএনপি নেতা শাকিল, তেজগাঁও শেরে বাংলা নগরে বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার ও আলমগীর, তেজগাঁওয়ে বিএনপি নেতা নবী সোলায়মান, কাফরুলে বিএনপি নেতা আলী আজগর মাতবর ও মতিউর রহমান মতি, সুত্রাপুরে আব্দুস সাত্তার আনু ও কালু এবং তেজগাঁও শিল্পাঞ্চলে বিএনপি নেতা আইনুল ইসলাম চঞ্চল, গোলাম নবী চৌধুরী রিপন, রহমতউল্যাহ, সাইফুল ইসলাম কাজল, দিপু ও সেলিম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিএনপি জানায়, মতিঝিলে শান্তিপূর্ণ মিছিল থেকে বিএনপি নেতা হিরুকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি’র গণশিক্ষা বিষয়ক স¤পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে বিএনপি দলীয় আইনজীবী ফোরামের একটি বিশাল মিছিল জনসন রোড ও ঢাকা জজর্ কোর্ট এলাকা প্রদক্ষিণ করে।
এছাড়া সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তবে দেশব্যাপী অনেক জেলায় নেতা-কর্মীরা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ব্যাপক পুলিশী বাধার মধ্যে পরেন।
নোয়াখালী জেলায় বিএনপি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। রাঙ্গামাটি জেলায় প্রচ- পুলিশী হামলায় কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
বরিশাল মহানগরে পুলিশ মিছিলে হামলা চালিয়ে ৪ জন বিএনপি নেতা গ্রেফতার করেছে। বরিশাল দক্ষিণে পুলিশী বাধা এবং মিছিল থেকে ৪ জন গ্রেফতার। বরিশাল উত্তরে পুলিশী বাধায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় এবং পুলিশের লাঠিচার্জে ৬/৭ জন নেতা-কর্মী আহত হন। পিরোজপুর জেলায় পুলিশী বাধা। হামলায় মিছিল প- হয়ে যায়।
মাগুরায় পুলিশী বাধায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল সফল হয়নি। রংপুর মহানগর, রংপুর জেলা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, নওগাঁ, নড়াইল, এবং ময়মনসিংহ সদর পুলিশী বাধার মুখে যথাযথভাবে কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।
বগুড়ায় ও কুষ্টিয়ায় পুলিশী বাধার মুখেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফরিদপুরে জেলা বিএনপি’র সভাপতি জহরুল হক শাহাজাদা মিয়াকে পুলিশ লাঠিচার্জ করেছে। এছাড়াও বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা বাহিনী মিছিলে আগত নেতা-কর্মীদের ঘেরাও করে রাখে, যাতে মিছিল অনুষ্ঠিত হতে না পারে।
এছাড়া দেশের অন্যসব জেলাগুলোতে বিদ্যুৎ, গ্যাস ও সিএনজি’র মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।