Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

jagpaখোলাবাজার : বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২০ দলীয় জোটের দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচির অংশ হিসেবে রবিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে দুপুরে মোহাম্মদপুর পোস্ট অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এরপর মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আর মিছিলের পূর্বে পোস্ট অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন-জাপগা নেতা মোস্তফা কামাল, যুবনেতা রিয়াজ রহমান, নজরুল ইসলাম বাবলু, ইসহাক মীর, ছাত্রনেতা নাহিদ হাসান, মিনহাজ প্রধান রাব্বি, এ.আর ফারুকী, আবু নাঈম, মনির হোসেন, জোবায়ের রহমান, নুরুল ইসলাম, শামীম, আসাদ, মানিক প্রমুখ।

মিছিলপূর্ব সমাবেশে সরকারের সমালোচনা করে শফিউল আলম প্রধান বলেন, জালিমশাহী রক্তে কেনা বাংলাদেশকে তাদের জমিদারি ভাবতে শুরু করেছে। দেশি-বিদেশী লুটেরা চক্র দেশের অর্থনীতিকে পোকলা করে এখন এর দায় দুঃখী মানুষের উপর চাপাতে চায়। কিন্তু কুইক রেন্টালে আওয়ামী লুটপাটের দায় জনগণ বহন করবে কেন?

তিনি বলেন, ভোটারবিহীন সরকারের উন্নয়নের জোয়ারে মানুষ এখন সাগরে ভাসতে ও মরতে শুরু করেছে। এতদিন ভোটে ও বুলেটে মেরেছে। এখন দেশবাসীকে গ্যাস ও বিদ্যুতে মারতে চায়।

জাগপা সভাপতি বলেন, সরকারের এই জুলুম চলতে দেওয়া যায় না, চলতে পারে না। কামান-ট্যাংকের মোকাবেলা করে স্বাধীনতা এনেছি। গোলামির জিন্দেগী মেনে নেবার জন্য নয়। সুতরাং দেশবাসী রুখে দাঁড়াও।

খোলাবাজার/জিএম/০৬-০৯-২০১৫