Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
মিরপুর ২ নম্বরে হ্যাপি নামের ১১ বছর বয়সি এক শিশুকে উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। শিশুটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন। চোখ ফোলা। শিশুটির অভিযোগ, সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় গৃহকর্মী ছিল। শাহাদাত ও তাঁর পরিবারের লোকজন তার ওপর নির্যাতন করেছে।

হ্যাপি জানিয়েছে, শাহাদাতের পরিবারের নির্যাতনের কারণে সে বাসা থেকে পালিয়েছে। হ্যাপি বর্তমানে স্থানীয় এক বাসিন্দার হেফাজতে আছে।

শাহাদাত হোসেনের নাম বলাতে ওই বাসিন্দা এক সাংবাদিকের মাধ্যমে জানতে চান যে শাহাদাতের বাসা থেকে কোনো শিশু নিখোঁজ হয়েছে কি না। শাহাদাত ওই সাংবাদিককে জানান, তাঁর বাসায় কাজ করার মেয়েটি নিখোঁজ। আর এ ব্যাপারে তিনি মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মিরপুর মডেল থানার সহকারী উপপরিদর্শক সালাম বলেন, ক্রিকেটার শাহাদাত আজ রোববার দুপুরের দিকে থানায় এসে কাজের মেয়ে নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেছেন।

হ্যাপি জানিয়েছে, তার বাবার নাম আরব আলী ও মায়ের নাম পেয়ারা। সে জামালপুরে তার নানির কাছে বড় হয়েছে। প্রায় আট মাস আগে সে শাহাদাতের বাসায় কাজ করতে শুরু করে।

এ ব্যাপারে শাহাদাত হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরে কেউ কথা বলেননি। একপর্যায়ে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।