সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫ : আগস্ট মাসে ১২৯টি ধর্ষণসহ ৪৫৭টি নারী নির্যাতনের ঘটনা রেকর্ড করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এর মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৫৩ নারী। রোববার মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন জাতীয় প্রকাশিত সংবাদ অনুসারে বিদায়ী আগস্ট মাসে ৪৫৭ নারী নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ধর্ষণের শিকার ৯২, গণধর্ষণ ২৮, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৯ জনকে। এছাড়া ধর্ষণের চেষ্টা ১৭, শ্লীলতাহানির শিকার ১১, যৌন নির্যাতনের শিকার ১০, এসিডদগ্ধ ৫, অগ্নিদগ্ধ ৪, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ১, অপহরণ ১১, পতিতালয়ে বিক্রি ২, যৌতুকের কারণে হত্যা ১৯, যৌতুকের জন্য নির্যাতন ২৪, শারীরিক নির্যাতন ৩১, গৃহপরিচারিকা নির্যাতন ৮, গৃহপরিচারিকা হত্যা ১, নারী হত্যার চেষ্টা ৮, রহস্যজনক মৃত্যু ১২, আত্মহত্যা ২৩, আত্মহত্যার চেষ্টা ১, বাল্যবিবাহ ৩, পুলিশি নির্যাতন ৫ ও জোরপূর্বক বিয়ে দেয়া হয়েছে ১৪ জনকে। প্রতিবেদনটি তৈরি করেছে বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদ।