Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫ : কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের উপজেলায় সরারচর পুরানগাঁও গ্রাম এলাকায় একটি বিলের মাছ ধরাকে কেন্দ্র করে দু’গ্রুপের গোলাগুলি বিনিময়ের সময় লায়েছ মিয়া (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় গিয়াস উদ্দিন (৪৪), করিম মিয়া (২৫) ও রফিকুল ইসলাম (৩৩)সহ আরও ২জন আহত হয়েছেন।

মৃত লায়েছ মিয়া উপজেলার সরারচর ইউনিয়নের বাকিচন্দ্র গ্রামের বাসিন্দা।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানায়, সরারচর ইউনিয়নের সরকারি লীজ নেয়া পাইবাধরবিলে সুজন মিয়ার লোকজন মাছ ধরতে গেলে একই এলাকার আলমগীর হোসেনের লোকজন তাতে বাঁধা দেয়। এ নিয়ে একপর্যায়ে দু’গ্রুপের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এ সময় পথচারী লায়েস মিয়া তার মেয়েকে আনতে পুরানগাঁও গ্রামে যাচ্ছিলেন। পথে দু’গ্রুপের গোলাগুলি মধ্যে পড়ে কপালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।